স্বাধীনতা মানেই আ স ম রব: কমলনগরে যুবসমাজে তানিয়া রব
লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাটে জাতীয় যুব পরিষদের গ্র্যান্ড র্যালি ও আলোচনা সভায় যুব সমাজের উদ্দেশ্যে জোরালো বার্তা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সহ-সভাপতি তানিয়া রব। তিনি বলেন, প্রত্যেকটি মানুষকে বলতে হবে—স্বাধীনতা মানেই আ স ম আবদুর রব। রামগতিতে তার যেসব কাজ রয়েছে, সেগুলো অনেক যুবক জানে না। আমরা যদি বলতে থাকি, তারা জানবে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমরা যুগোপযোগী আন্দোলনে ছিলাম। জাতীয় সরকারের ওয়াদা ছিল, অথচ তা বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। আমরা নির্বাচনী মাঠে লড়াই করব, মার্কায় বিজয় ছিনিয়ে আনব, যুগোপযোগী সরকার গঠন করব। এর বাইরে কিছু হলে আমরা মুখোমুখি জবাব দেব।
বিএনপির এক নেতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত আপনাকে মানতে হবে। জাতীয় নেতা আ স ম রবকে সহযোগিতার নির্দেশ দেওয়া হলেও আপনি তা অমান্য করেছেন। অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত প্রচারণার বিরুদ্ধে আমরা দাঁড়াব।
তানিয়া রব আরও বলেন, আমাদের দেশ এখন মধ্যম আয়ের দেশ। সরকার যে বরাদ্দ দেয়, সেটা প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছায় না কেন? এটা সংসদ সদস্যদের দায়িত্ব। স্বাস্থ্য ক্লিনিকে ডাক্তার থাকেন না—ডাক্তার আনবে কে? আমি ১ ঘণ্টায় একজন ডাক্তার নিয়োগ দিয়েছি। যদি সদিচ্ছা থাকে, সব সম্ভব। কিন্তু যারা পকেট ভরার রাজনীতি করে, তাদের দ্বারা কিছু হবে না।
তিনি বলেন, ভুলুয়া নদীর নাব্যতা রক্ষায় প্রতি বাজেটে বরাদ্দ আসে, কিন্তু সেই টাকা নেতাদের পকেটে চলে যায়। আমাদের কাছে প্রমাণ আছে। যারা বলে, আমরা এসব নিয়ে নিই, তারা সাবধান থাকুন। প্রয়োজনে সব প্রকাশ করব—চেহারা, ভিডিও, প্রমাণসহ।
তিনি যুব সমাজ ও জনসাধারণকে অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি থেকে দূরে থাকতে এবং সুস্থভাবে মত প্রকাশে এগিয়ে আসার আহ্বান জানান।
কমলনগর উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র যুবপরিষদের সভাপতি মাহমুদুুর রহমান বেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা জেএসডি সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ বাবুল, কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব, জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক এম.সফিকুল ইসলাম সফিক, জোটের ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদে প্রার্থী ফারজানা দিবা,
সিনিয়র সভাপতি আবু মুসা, সহসভাপতি ইউছুফ আলি মিঠু, কমলনগর উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রামগতি উপজেলা যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার।
Comments