পাউবো প্রকৌশলী মনিরুজ্জামান দম্পতির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করল আদালত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুই মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। ২০২৪ সালের ৩ জুন তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
অনুমোদিত চার্জশিটে মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে ১৫ লাখ ৯৪ হাজার ৯২২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মনিরুজ্জামান এক কোটি ৭ লাখ ৫ হাজার ১৭৮ টাকা মূল্যের স্থাবর–অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ব্যয় বাদ দিলে সম্পদ অর্জনের জন্য বৈধ উৎস পাওয়া যায় ৯১ লাখ ১০ হাজার ২৫৬ টাকার। ১৫ লাখ ৯৪ হাজার ৯২২ টাকার বেশি সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
অন্যদিকে তার স্ত্রী মিসেস নাজমা আক্তারের বিরুদ্ধে মোট দুই কোটি ১০ লাখ ৭৭ হাজার ৭০৯ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। যেখানে স্বামী মো. মনিরুজ্জামানকে সহায়তাকারী হিসেবে আসামি করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে।
Comments