বয়স্ক ভাতা প্রবীণদের প্রতি রাষ্ট্রের সম্মান: সুনামগঞ্জে সমাজসেবা ডিজি
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান খান বলেছেন, 'বয়স্ক ভাতা কেবল আর্থিক সাহায্য নয়, এটি প্রবীণ নাগরিকদের প্রতি রাষ্ট্রের সম্মানের প্রতীক। সরকারি খাতায় নাম থাকার মাধ্যমে রাষ্ট্র আপনাদের সম্মানিত করছে। রাষ্ট্র যখন আপনাদের সম্মান দেয়, তখন পরিবার ও সমাজেও আপনাদের মর্যাদা বৃদ্ধি পায়।'
রবিবার (২৩ নভেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতার উপকারভোগীদের 'লাইভ ভেরিফিকেশন (ফেইজ-১)' কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ও সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চলমান ভেরিফিকেশন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, 'টাকার পরিমাণের দিকে না তাকিয়ে বিষয়টিকে সম্মান হিসেবে দেখবেন। সরকার চায় না আপনারা শেষ বয়সে ছেলে-মেয়েদের কাছে বোঝা হয়ে থাকুন। বাবার নাম সরকারি খাতায় আছে জানলে সন্তানেরাও গর্ববোধ করবে এবং আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবে। সরকারের সামর্থ্য বাড়লে ভাতার পরিমাণও ভবিষ্যতে বৃদ্ধি পাবে।'
পরিদর্শনকালে মহাপরিচালক মো. সাইদুর রহমান খান ভেরিফিকেশনের জন্য আসা বয়স্ক নাগরিকদের সাময়িক অসুবিধার কথা উল্লেখ করে বলেন, 'আমরা সবাই এই কর্মসূচির আমানতদার। আমানত রক্ষার স্বার্থেই নিয়ম মেনে স্বচ্ছতা নিশ্চিত করতে হচ্ছে। দূরদূরান্ত থেকে এসে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে, তবে এটি একটি সুশৃঙ্খল ব্যবস্থার অংশ। আমরা চাই আপনাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে। যাতে করে কেউ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে না পারেন।'
এসময় তিনি উপকারভোগীদের জন্য সুখবর দিয়ে তিনি বলেন, 'এখন থেকে উপকারভোগীরা তাদের সুবিধা মতো যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার টাকা নিতে পারবেন। তবে সেক্ষেত্রে সীম অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিলে আপনাদেরকে আর কষ্ট করে ব্যাংকে আসতে হবে না। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই তখন টাকাটা সরাসরি চলে আসবে৷ আপনি আপনার ইচ্ছে মতো যেকোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন।'
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, দেশের ৮টি বিভাগের ৮টি জেলার ৮টি উপজেলায় একসাথে এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম চলছে। সারাদেশের ৮টি জায়গায় টেষ্ট করা হচ্ছে যে তালিকাটা ঠিকঠাক ভাবে প্রস্তুত করা হয়েছে কি না? যারা ভাতা পাওয়ার যোগ্য তাঁরা ভাতা পাচ্ছে কি না? এইটা টেষ্ট করার জন্যই মূলত এই কর্যক্রম হাতে নেওয়া হয়েছে। তাহিরপুর উপজেলাকে আমরা সিলেক্ট করেছি এই কারণে যে এই উপজেলায় যোগাযোগ ব্যবস্থা ভালো না। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন এলাকায় কিভাবে তালিকা করা হয়েছে তা যাচাই করার জন্যই তাহিরপুর উপজেলায় এই লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।'
পরিদর্শনকালে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. ফরিদ আহমদ মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক একে আজাদ ভূঁইয়া, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলী, সাংবাদিক তানভীর আহমেদসহ জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Comments