নিউ চ্যাম্পিয়নস কমিউনিটি রিট্রিট ২০২৫ বিজয়ী গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি বিশ্ব অর্থনৈতিক ফোরামের নিউ চ্যাম্পিয়নস কমিউনিটি রিট্রিট ২০২৫-এ 'নিউ চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ডস'-এর বিজয়ীদের মধ্যে স্থান করে নিয়েছে। জেনেভায় অনুষ্ঠিত এই আয়োজনে ৪৫টিরও বেশি বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে প্রতিষ্ঠানটি 'অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনে শ্রেষ্ঠত্ব' শীর্ষক স্বীকৃতি অর্জন করেছে।
এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রীন ডেল্টার দৃঢ় বিশ্বাসকে আরও একবার সুদৃঢ় করে—অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি ও টেকসই উন্নয়ন কেবল লক্ষ্য নয়, এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ধারাবাহিকভাবে প্রভাবসৃষ্টিকারী উদ্ভাবন, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং ন্যায্য, স্থিতিশীল ও সবুজ ভবিষ্যৎ গঠনে কাজ করে যাচ্ছে।
এ ছাড়াও গ্রীন ডেল্টার নেতৃত্ব দল গর্বের সঙ্গে "Navigating Business as a Force of Good: Turning Purpose into Performance" শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেয়, যেখানে প্রতিষ্ঠানের দীর্ঘ এক দশকের প্রভাব নির্ভর রূপান্তরের যাত্রা তুলে ধরা হয়।
Comments