শেয়ার বাজারে সূচকের উত্থানে সপ্তাহ শুরু
দেশের শেয়ার বাজারে গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের উত্থানে লেনদেন হয়েছে। এদিন ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই (ডিএসই ও সিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল লেনদেনকৃত মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৫০টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির দর। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬.৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৯.৪১ পয়েন্ট বেড়ে ১০২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে সূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসইতে এদিন ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা।
Comments