কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক পেলেন শান
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের নবম ও শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশের তাশরিক সায়হান শান ভারতের গ্র্যান্ডমাস্টার শ্যাম নিখিলকে হারিয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত নবম রাউন্ডের খেলায় ওপেন অনুর্ধ-২০ ক্যাটাগরিতে তাশরিক রানার আপ হয়ে রৌপ্যপদক লাভ করেন।
বালিকা অনুর্ধ-১৮ বিভাগে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ব্রোঞ্জপদক লাভ করেছেন। তাশরিক ও ওমনিয়া উভয়েই স্ব-স্ব ক্যাটাগরিতে ৯ খেলায় ৬ পয়েন্ট লাভ করেন।
৯ খেলায় ৬ পয়েন্ট করে নিয়ে বালিকা অনুর্ধ-১০ বিভাগে ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার চতুর্থ, ওপেন অনুর্ধ-১০ বিভাগে রায়ান রশিদ মুগ্ধ পঞ্চম, ওপেন অনুর্ধ-৮ বিভাগে আজান মাহমুদ ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ষষ্ঠ, অনুর্ধ-১২ বিভাগে সাফায়েত কিবরিয়া আজান ৫ পয়েন্ট নিয়ে ১৫তম, ওপেন বিভাগে ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৫ পয়েন্ট নিয়ে ৪২তম, ৪ পয়েন্ট নিয়ে বালিকা অনুর্ধ-১২ বিভাগে সিদরাতুল মুনতাহানা ১৮তম, অনুর্ধ-১৪ বিভাগে জায়ান খান ২০তম ও বালিকা অনুর্ধ-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ১৩তম হন। বালিকা অনুর্ধ-৮ গ্রুপে আলিনা হায়দার কোন পয়েন্ট পাননি।
নবম রাউন্ডে নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা নিউজিল্যান্ডের গুয়ো এ্যানি জুদোওকে, আজান দক্ষিণ আফ্রিকার ভ্যান ডের মেরউয়ি ফিনলেকে, মাহফুজুর মালয়েশিয়ার আমির গাজি বিন মোহাম্মদ সাপরিনের সাথে, ওমনিয়া শ্রীলঙ্কার দিশানায়েকা লিহিনির সাথে, মুগ্ধ ভারতের এস স্রাগভিদার সাথে ও জায়ান পাকিস্তানের ইশসাম বাসিরের সাথে ড্র করেন।
সাফায়েত সিঙ্গাপুরের হো রুই জিয়ি জোনাথনের কাছে, প্রীতি দক্ষিণ আফ্রিকার হেগান বিয়ানকার কাছে, মুনতাহা মালয়েশিয়ার লিম ইয়েহোই সোফিয়ার কাছে হেরে যান।
ইংলল্যান্ডের গ্র্যান্ডমাস্টার ফারনান্দেজ দানিয়েল হাওয়ার্ড ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট পেয়ে কমনওয়েলথ দাবায় চ্যাম্পিয়ন হন। ৭ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ভারতের ফিদেমাস্টার আদিরেড্ডি অর্জুন রানারআপ ও ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবু তৃতীয় হন।
ব্লিডজ দাবায় ওপেন বিভাগে বাংলাদেশের ফিদেমাস্টার নাইম হক ১৭তম পুরস্কার এবং আজান মাহমুদ অনুর্ধ-১০ গ্রুপে ক্যাটাগরি পুরস্কার লাভ করেন।
Comments