দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড হেডের, দুই দিনেই হারলো ইংল্যান্ড
অ্যাশেজ সিরিজের পার্থ টেস্টের দ্বিতীয় দিনের সকালটা ছিল ইংল্যান্ডের। অস্ট্রেলিয়াকে ১৩২ রানে অলআউট করে ৪০ রানের লিড নেয় তারা। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এতে জয়ের ২০৫ রানের লক্ষ্য দাঁড়ায় অজিদের সামনে।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। ৮৩ বলে ১২৩ রান করেন এই ওপেনার। মাত্র ৬৯ বলে করেছেন সেঞ্চুরি। যা টেস্টে চতুর্থ ইনিংসে রানতাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। আর হেডের এমন রেকর্ডে ভর করে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অজিরা।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। ৮৩ বলে ১২৩ রান করেন এই ওপেনার। মাত্র ৬৯ বলে করেছেন সেঞ্চুরি। যা টেস্টে চতুর্থ ইনিংসে রানতাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। আর হেডের এমন রেকর্ডে ভর করে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অজিরা।
এতে করে মাত্র দুই দিনেই টেস্ট হারলো ইংল্যান্ড। অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের অ্যাশেজ ইতিহাসে দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারল ১০৪ বছর পর। ১৯২১ সালের মে মাসে নটিংহামে অস্ট্রেলিয়া দুই দিনে জিতেছিল ১০ উইকেটে।
পার্থ টেস্টের প্রথম দিন ছিল পেসারদের রাজত্ব। অ্যাশেজের ইতিহাসে প্রথমবার প্রথম দিনেই ১৯টি উইকেট পড়ার নজির গড়ে পার্থ টেস্ট। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন অজি পেসার মিচেল স্টার্ক। ম্যাচে একাই ১০ উইকেট শিকার করেছেন তিনি।
২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালান হেড। অভিষিক্ত ওপেনার জ্যাক ওয়েদারল্ডের সঙ্গে ৭৫ এবং ওয়ান ডাউনে নামা মার্নাস লেবুশানের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন তিনি।
আউট হওয়ার আগে ১৬ চার ও ৪ ছক্কায় ৮৩ বলে ১২৩ রান করেন হেড। তার বিদায়ের পর স্টিভেন স্মিথকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লেবুশানে। ৪৯ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।
Comments