ঝিনাইদহে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও এতিম মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ অন্যান্যরা।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও ভূমিকম্পে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Comments