দলের প্রাথমিক সদস্যপদ ফিরে পেলেন বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর
দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. আছাদ মাতুব্বরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, মো. আছাদ মাতুব্বর দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মো. আছাদ মাতুব্বর সাংবাদিকদের বলেন, "আমি দলের আদেশ অমান্য করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের নির্বাচন করেছিলাম। সেজন্য দল আমাকে বহিষ্কার করেছিল। আমি দলের সিদ্ধান্ত তখন মাথা পেতে নিয়েছিলাম। এখন দলীয় পদ ফিরে পেতে আবেদন করলে দল আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন। আমি দলের প্রতি সন্তুষ্ট। এখন থেকে পুনরায় দলের জন্য নিষ্ঠার সাথে কাজ করবো।"
উল্লেখ্য, মো. আছাদ মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য এবং দু'বারের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসেবে পরিচিত।
Comments