বিএনপি নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপি নেতা মতিউল আলম তালুকদারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মতিউল আলম তালুকদার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোল চত্বরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনে করেন তিনি।
মতিউল আলম সংবাদ সম্মেলনে বলেন— গত ১৮ তারিখে বল্লভবাড়ী এলাকায় একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার সর্বস্তরের মুসুল্লিরা মাহফিলে অংশ নেন। একটি মহলের লোকজন তার আমার বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-ব্যাখ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যা সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করার উদ্দেশ্যে এমন নেক্কারজনক কর্মকান্ড করা হচ্ছে।
সংবাদ সম্মেলন তিনি বলেন— তিনি ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। গোহালিয়াবাড়ী ইউনিয়ন থেকে জনগণের বিপুলভোটে জয়লাভ করে স্বর্ণপদক পেয়েছেন। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। দলের ভেতরে থাকা কতিপয় কিছু আওয়ামী লীগের দোষর একটি রাজনৈতিক সংগঠনের সাথে হাত মিলিয়ে তার মতো ত্যাগী নেতার নামে এই কাজগুলো করে যাচ্ছেন। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক এই ইউপি চেয়ারম্যান আরও বলেন— যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে এই কাজগুলো করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। এ সময় তার ছোট ভাই পুর্তগাল বিএনপির আহবায়ক ও টাঙ্গাইল জেলা পুর্তগাল বিএনপির সভাপতি ইউসুফ তালুকদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments