টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মনোনয়ন দ্বন্দ্বে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী-সমর্থক ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের কর্মী-সমর্থকদের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের আনারস চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আঞ্চলিক মহাসড়কের শহর থেকে উভয় দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এ ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন আহত হন।
জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪ টায় বিএনপির মনোনীত প্রার্থী স্বপনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকরা নির্ধারিত দিনে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। পরে তারা বিক্ষোভ নিয়ে আনারস চত্বরের দিকে আসলে স্বপন ফকিরের সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে ও তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধরা কয়েকটি প্রতিষ্ঠান ও দোকানপাট ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে, স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন— মোহাম্মদ আলীর সমর্থকরা তাদের সমাবেশে তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা বলে। এ সময় স্বপন ফকিরের কর্মী-সমর্থকরা প্রতিবাদ জানায়। একপর্যায়ে মোহাম্মদের লোকজন তাদের হামলা চালায়। এই হামলার ঘটনায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
বিএনপির মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলীর গ্রুপের প্রধান সমম্বয়ক আনোয়ার হোসেন বলেন— গত এক সপ্তাহ আগে তাদের পূর্বঘোষিত প্রোগাম ছিল আজকে। স্বপন ফকিরের সমর্থকরা তাদের প্রোগাম প্রতিহত করার জন্য শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেন। আজ বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে তাদের লোকজন বিক্ষোভ নিয়ে আনারস চত্বরে গেলে বাঁধা প্রদান করে এবং হামলাসহ ভাঙচুর করে বলে জানান তিনি।
এ বিষয়ে মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বলেন— সংঘর্ষের খবর পেয়ে দু'পক্ষের লোকজনকে সরিয়ে দেন এবং পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
Comments