মাদারীপুরে দোকানে কাভার্ডভ্যান, নিহত ১; আহত ২
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদরের সমাদ্দার ব্রিজ এলাকায় বুধবার (১৯ নভেম্বর) দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ওই দোকানটিতে উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দোকানদারের নাম ইলিয়াস সরদার (৪০)। তিনি নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল অভিমুখে যাচ্ছিল একটি কাভার্ডভ্যান। বুধবার দুপুর দেড়টার দিকে এটি সমাদ্দার ব্রিজের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে যায়। দ্রুত গতিতে থাকা কাভার্ডভ্যানটি এ সময় চালকের নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে থাকা ইলিয়াস সরদারের দোকানে সজোরে ধাক্কা মেরে তার উপরে উঠে যায়।
এই ভয়াবহ সংঘর্ষে দোকানঘরটি সম্পূর্ণভাবে ভেঙেচুরে গুঁড়িয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারান দোকানদার ইলিয়াস সরদার। একই সঙ্গে আহত হন নিহত ইলিয়াসের মেয়ে লাবনী (১২) এবং দোকানে উপস্থিত থাকা ক্রেতা শওকত সরদার (৩৫)।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহত লাবনী ও শওকত সরদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি দোকানের উপরে উঠে যাওয়ায় একজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে, স্থানীয় জনগণ জানিয়েছেন যে এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
Comments