ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্মদিবস ২০২৫ উপলক্ষে কলাপাড়ায় নৌবহর কর্মসূচী পালন।
গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম দিবস-২০২৫ উপলক্ষ্যে" আজ ১৯ নভেম্বর, বুধবার সকাল ১০ টায় "কলাপাড়ার আন্ধার মানিক নদীতে "নৌবহর" কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচিতে নৌকা র্যালির মাধ্যমে স্লোগান প্রদর্শন, ব্যানার ও প্লাকার্ডসহ গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ।
প্রায় দুই ঘন্টাব্যাপী নৌবহর কর্মসূচীতে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ, নাজমুস সাকিব প্রমুখ । বক্তারা গ্যাস সম্প্রসারণ নিরসনে এই উপকূলীয় এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়া বন্ধের দাবি জানান। সকল ধরনের ফসিল জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের প্রতি অনুরোধ জানান। নৌবহর টি আন্ধার মানিক নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।
Comments