নিয়োগবিধি সংশোধন ও বাতিলের দাবিতে গোপালগঞ্জে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা ২০২৩ এর সকল সাব-টেকনিক্যাল পদ সমূহে ডিপ্লোমা ইন লাইভস্টক অন্তর্ভুক্ত করে নিয়োগবিধিমালা সংশোধন ও দ্রুত নিয়োগের দাবীতে ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে গোতপালগঞ্জের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। এসময় একডেমিক ভবনের জানালার কাঁচ ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পসে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর এক পয্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করে একডেমিক ভবনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করে। পরে তারা সেখানে বিক্ষোভ করে নিয়োগবিধি সংশোধন ও দ্রুত নিয়োগের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী মো: জোবায়ের আহম্মেদ, ইশতিক আহমেদ হিমেল, হাবিবা বিনতে হারুন ও মো: মহাতাব আলী বক্তব্য রাখেন।
শিক্ষার্থী মো: জোবায়ের আহম্মেদ বলেন, এর আগেও আমরা ঢাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করি। তখন মহাপরিচালক আশ্বাস দিলেও এখনো দাবি পূরণ হয়নি। ২০২৩ সালের নিয়োগবিধিমালায় সাব-টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত না করা অন্যায়। অথচ নিয়োগবিধিমালা বাতিল না করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থী হাবিবা বিনতে হারুন বলেন, নিয়োগবিধিমালা বাতিল না করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা না হলে আমাদের আন্দোলন চলবে।
Comments