মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুল ছাত্র নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ১০ম শ্রেণীর শিক্ষার্থী রিফাত শেখের ব্যাটের আঘাতে ইয়াসিন শেখ (১৩) নামে এক ৫ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন শেখ বরইহাট গ্রামের আশরাফ শেখের ছেলে ও বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বরইহাট গ্রামের জয়নাল শেখের নতুন বাড়ির উঠানে গ্রামের শিশু কিশোররা ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ তৈরি করে নিয়মিত খেলা ধুলা করে আসছিলো। বুধবার রাত আড়াইটার দিকে খেলার জয় পরাজয় নিয় ইয়াসিন শেখের সাথে রিফাত শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে রিফাত শেখ ব্যাট দিয়ে ইয়াছিন শেখকে আঘাত করলে ব্যাডের মাথার অংশ ভেঙ্গে কানের নিচে ঢুকে যায়। এতে রক্তক্ষরণ হয়ে ইয়াছিন শেখ মারাত্মক আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইয়াছিন মারা যায়। এ ঘটনার পর থেকে রিফাত ও তার পরিবার পলাতক রয়েছে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ঢাকা মেডিকেল হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে বুঝে দেয়া হবে। এ বিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া এঘটনার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। #
বাদল সাহা
গোপালগঞ্জ।
১৯.১১.২০২৫
মোবাইল : ০১৭১৬-০৩২৬৪৭, ০১৬৭০-২০৫৬৫৬
Comments