সাতক্ষীরায় মনোনয়ন পরবর্তী টানাপোড়ন: কাজী আলাউদ্দিনকে এড়িয়ে গেলেন ডা. শহিদুল আলম
সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার আইউব হোসেন মুকুল কাজী আলাউদ্দিন কে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম দলের সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি।
কাজী আলাউদ্দিন জানান, ৪ নভেম্বর থেকে তিনি ডা. শহিদুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। পরবর্তীতে ১৮ নভেম্বর সকাল ৭:৩০ এ তিনি ডা. শহিদুল আলমের ঢাকার বাসায় যান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডা. শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে আসেননি।
এমনকি তিনি বাসায় থাকা অবস্থায়ও ড্রয়িং রুমে অপেক্ষমাণ কাজী আলাউদ্দিনকে বার্তা পাঠিয়ে জানান—তিনি দেখা করবেন না।
Comments