দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার আহ্বান এনসিএসএর
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) দেশের বিভিন্ন গণমাধ্যমে দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এসব বক্তব্যে সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধ সংঘটনের সরাসরি প্ররোচনা রয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে।
এনসিএসএ বলেছে, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের এমন বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর বিরোধী। অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে—এমন যেকোনো তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে।
এছাড়া ধারা ২৬(১)–এ বলা হয়েছে, ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতার উসকানিমূলক বক্তব্য প্রচার অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ২৬(২) অনুযায়ী, এ অপরাধে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ দশ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এনসিএসএ জানায়, তারা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তবে দণ্ডিত আসামিদের সহিংসতা, উসকানি বা অপরাধমূলক নির্দেশনামূলক বক্তব্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে এবং গণমাধ্যমকে আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।
Comments