ফরিদপুরে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে চার প্লাটুন বিজিবি মোতায়েন
আজ ১৭ নভেম্বর সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুর জেলায় সর্বোচ্চ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন এই রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান মোল্লা নিশ্চিত করেছেন যে, আজকের রায়কে ঘিরে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে।
প্রশাসন আশঙ্কা করছে যে এই রায়কে কেন্দ্র করে নাশকতাকারীরা ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়েতে জড়ো হতে পারে। এ কারণে ভাঙ্গা উপজেলায় এবং এক্সপ্রেস হাইওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি ও বাড়তি নিরাপত্তা টিম মোতায়েন করা হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১: ৩০ মিনিট), ফরিদপুর জেলা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
Comments