জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে: হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন— জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে, শেখ হাসিনার নির্দেশেই দেশের জনগণকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আমরা আশা রাখি।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাষানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
হান্নান মাসউদ বলেন— হাসিনার নির্দেশেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজকে তার বিরুদ্ধে রায় হলে আমরা আমাদের প্রতিক্রীয়া জানাবো।
এ সময় টাঙ্গাইল জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Comments