হাজারো শ্রমিকের স্লোগান: ইটভাটা ভাঙা নয়, বাঁচার পথ চাই
লক্ষ্মীপুরের রামগতিতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ইটভাটা বন্ধ ও গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মালিক-শ্রমিকরা। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রায় এক হাজার শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পরান ব্রিকসের মুহাম্মদ আকবর হোসেন, হাওলাদার ব্রিকসের আতিকুর রহমান, আমিন ট্রেড করপোরেশনের মো. আল আমীন, শ্রমিক নেতা মো. নূরনবীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, যদি সরকার পরিবেশ রক্ষার জন্য ইটভাটা বন্ধ করে, তবে আগে আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। না হলে হাজার হাজার শ্রমিক পরিবার অনিশ্চয়তায় পড়ে যাবে।
বক্তারা দাবি জানান, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মানবিকভাবে সমাধান দিতে হবে।
Comments