চিকিৎসা সেবা দিয়ে চলছে প্রার্থীর প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই মাঠে তৎপর হয়ে উঠেছেন গাইবান্ধার বিভিন্ন আসনের প্রার্থীরা। সেই তৎপরতায় গাইবান্ধা-১ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক ডা.খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীকে দেখা গেছে এক ভিন্নধর্মী প্রচারণায়। গণসংযোগে তিনি ভোট চাইছেন ঠিকই, কিন্তু তার হাতে রয়েছে প্রেসক্রিপশন, ওষুধ আর চশমার ব্যাগ। যেখানে যান সেখানে গণসংযোগ, মতবিনিময় আর চোখের চিকিৎসা একসঙ্গেই চলছে।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধার সুন্দরগন্জ উপজেলায় বিভিন্ন এলাকাতে তার প্রচারণা দলে রয়েছে চোখের চিকিৎসার সরঞ্জাম। দেখে মনে হয়, তিনি যেন ভোট চাইতে নয় চোখের চিকিৎসা দিতেই বেরিয়েছেন নির্বাচনী মাঠে। ফলে তার সেবামূলক আয়োজনকে ঘিরে ভোটারদের আগ্রহও বেড়েছে। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে অনেকেই প্রকাশ করেছেন কৃতজ্ঞতা।
ষাটোর্ধ্ব মিনারা বেগম জানান, বহু বছর আগে বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার পর ভরসা ছিল একমাত্র ডান চোখে। ইদানীং সেটিও ঝাপসা দেখছিলেন। দারিদ্র্যের কারণে চিকিৎসা নিতে পারেননি। কিন্তু ডা. জিয়াউল ইসলাম তার চোখ পরীক্ষা করে জানান ডান চোখে ছানি পড়েছে এবং তিনি অপারেশনের ব্যবস্থাও করে দেবেন। মিনারা বেগমের ভাষায়, না হলে হয়তো অন্ধ হয়েই মরতে হতো।
আরেক বিধবা নারী আকলিমা বেগম বলেন,অনেকদিন ধরেই চোখে ঝাপসা দেখি। ডাক্তার দেখাতে পারিনাই টেকা নাই। উনি আমার চোখ দেখিল, কয় ছানি হইছে। কাগজ দিয়া ওষুধও দিছে। আল্লাহ ওনার মঙ্গল করুক। চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হচ্ছে অসংখ্য দরিদ্র ভোটার।
এ বিষয়ে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বলেন, আমি একজন চক্ষু বিশেষজ্ঞ এটা অনেকেই জানেন। তাই গণসংযোগে উপস্থিত অনেকে চোখ দেখাতে চান। আমি তাৎক্ষণিক অবস্থায় তাদের চিকিৎসা ও পরামর্শ দিই। চোখে ছানির রোগীই বেশি। ইতোমধ্যে তিনটি আই ক্যাম্প করেছি।
Comments