উল্লাপাড়ায় মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বড়হর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস লায়ন মোমেনা আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য আলাল হোসেন জিন্নাহ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খেলার শুরু থেকে মাঠজুড়ে ছিল নারী খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনা ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। প্রীতি ম্যাচটি নারী খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
বক্তারা বলেন, সমাজে নারী খেলোয়াড়দের এগিয়ে যেতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ উদ্যোগকে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান
জানান।
Comments