সরকার ডেনমার্কের রাষ্ট্রদূত মনোনীত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কের রাষ্ট্রদূত মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। তাকে গ্রহণ করতে কোপেনহেগেনে চিঠি পাঠানো হয়েছে।
গত ৫ নভেম্বর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। সাক্ষাৎ শেষে ডেনমার্কে পরবর্তী রাষ্ট্রদূতের বিষয়ে প্রশ্ন করলে নিয়াজ আহমেদ খান বলেন, এ বিষয়ে কথা বলতে আসিনি।
এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডেনমার্কে তার এগ্রিমো পাঠানো হয়েছে। তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না। ঢাকা এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নিয়াজ আহমেদ খান।
Comments