আ.লীগের কর্মসূচি: ঢাবিতে শিক্ষার্থীদের উপস্থিতি কম
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনাগোণা নেই বললেও চলে। পাশাপাশি কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষা স্থগিতসহ ক্লাসও বাতিল হয়েছে এদিন। কোনো কোনো বিভাগে ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ভিসি চত্বর, কলাভবন, কেন্দ্রীয় পাঠাগার, টিএসসিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি। এদিকে ইতিহাস বিভাগের মাস্টার্সের মিডটার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের আজকের ক্লাস অনলাইনে নেওয়া হচ্ছে। স্থগিত করা হয়েছে অর্থনীতি বিভাগ, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাসও।
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সাদ আদনান রনি বলেন, "আমাদের আজকে দুইটি ক্লাস ছিল। নিরাপত্তা ইস্যুর কারণে আজকে ক্লাস ক্যানসেল করা হয়েছে"।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন এলাকা থেকে বাসগুলোর চালকদের সাথে কথা বলে জানা গেছে, এদিন ক্যাম্পাসে শিক্ষার্থী এসেছে 'খুবই কম'।
উপাচার্যের বাসভবনের সামনে পুলিশের ছোট একটা ইউনিটকে পাহারা দিতে দেখা যায় সকালে। এছাড়া ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের সদস্যদের দেখা গেছে।
Comments