অবরোধ মুক্ত ঢাকা-খুলনা মহাসড়ক: সাড়ে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে প্রায় সাড়ে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া দশটার দিকে ঢাকা-খুলনা এবং সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে, ভোর ছয়টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড, শুয়াদী পাম্পের পাশে ও পুখুরিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এই সময় দেশীয় অস্ত্র হাতে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় তাদের।
এই অবরোধের মূল কারণ ছিল দলের ঘোষিত 'লকডাউন' কর্মসূচি।
যানবাহন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান। তিনি জানান, "ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড ও পুখুরিয়া এলাকায় লকডাউনকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছিল। সকাল সোয়া দশটার দিকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ মহাসড়ক দুটি বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। যান চলাচল স্বাভাবিক হওয়ায় বর্তমানে স্বস্তি ফিরেছে।
Comments