ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। পাশাপাশি ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ডাকসু কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে সাদিক কায়েম বলেন, ২০১৯ সালে ডাকসুতে শেখ হাসিনাকে আজীবন সদস্য করার একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। কিন্তু ডাকসুর গঠনতন্ত্রে কাউকে আজীবন সদস্য করার কোনো এখতিয়ার নেই।
তিনি বলেন, "এটা সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক। রেজ্যুলিউশনটিও অবৈধ ছিল। কার্যনির্বাহী কমিটির সবাই একমত হয়ে প্রস্তাবটি বাতিল করেছে।"
তিনি জানান, ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা একমত হয়েছেন যে, ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। নির্ধারিত সময়ে আগামী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রতিবছর নিয়মিত একাডেমিক কার্যক্রমের মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে।
এর আগে, সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
Comments