উল্লাপাড়ায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।বুধবার সকালে ঢাকা পাবনা মহাসড়কের উপজেলার চকিদহ ব্রীজের নিচ থেকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও সিআইডির একটি দল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্ভবত রাতের কোনো একসময় দূর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে চকিদহ ব্রীজের উপর থেকে নিচে ফেলে দেয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে । এবং পরিচয় সনাক্তের জন্য কাজ চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন,প্রাথমিক ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি একজন আটোভ্যান চালক ছিলেন দূর্বৃত্তরা অটোভ্যানটি ছিনতাই করে তাকে হত্যার পর ব্রীজ থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান তিনি
Comments