সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে মহিলাদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ করেছে মহিলারা। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীরা "কাজী আলাউদ্দিন নয়, গরিবের ডা. শহিদুল আলমকে চাই"সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ডলি আহমেদ, নলতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি সালেহা খাতুন ও সহ-সভাপতি শেফালী খাতুনসহ অনেকে।
বক্তারা বলেন, ডা. শহিদুল আলম গরিব মানুষের আশার প্রতীক। ভুল মনোনয়ন দিলে এই আসনটি হারাবে বিএনপি। কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরও কঠোর হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
Comments