আশাশুনিতে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ওয়াই এম এ ক্লাবের আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে শ্রীউলা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কোমরপুর যুবসংঘ একাদশ ও মুকুন্দপুর ইমাজিং ক্লাব মুখোমুখি হয়। খেলাটি উপভোগ করতে মাঠে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শ্রীউলা ওয়াই এম এ ক্লাবের এই আয়োজন শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐক্য, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির প্রতীক।"
তিনি আরও বলেন, "তরুণ প্রজন্ম যদি মাঠমুখী হয়, তারা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব শেখে। রাজনীতি যেমন দেশের নেতৃত্ব দেয়, তেমনি খেলাধুলা তরুণদের অনুপ্রেরণা জোগায়। আশাশুনি ও কালিগঞ্জের প্রতিটি গ্রামে এমন ক্রীড়া আয়োজন ছড়িয়ে পড়ুক, যাতে আগামী প্রজন্ম হয়ে ওঠে সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক।"
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পুরো মাঠে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
Comments