লাখো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো কেরানীগঞ্জে তাবলীগ জামাতের জোড় ইজতেমা
ঢাকার কেরানীগঞ্জে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী তাবলীগ জামাতের (সাদপন্থী) জোড় ইজতেমা। মঙ্গলবার (১১ নভেম্বর) ফজরের নামাজ শেষে আখেরি বয়ান দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সকাল ১০টা ৫৫ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত, যা পরিচালনা করেন ভারতীয় ধর্মপ্রচারক মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় আধঘণ্টা স্থায়ী এই মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় মাওলানা সাদ সাহেবের ছোট ছেলে মাওলানা সাঈদ বিন সাদ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৫০০ বিদেশি অতিথি এবং প্রায় অর্ধলক্ষাধিক তাবলীগ সদস্য অংশ নেন।
এর আগে গত ৭ নভেম্বর সকাল থেকে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মেকাইল কাশিমালতা এলাকার আয়েশা হাউজিং ও অবকাশ হাউজিং প্রকল্পের মাঠে শুরু হয় এ ইজতেমা।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে ৯ ও ১০ নভেম্বর দুইজনের মৃত্যু হয়েছে। পুরো অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
Comments