কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের সাথে বিএনপি সদস্যদের সাক্ষাৎ
আজ বুধবার ১২ নভেম্বর সকালে রাজধানী হোটেল সোনারগাঁওয়ে কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের ব্রেকফাস্টে মিলিত হন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটি সদস্যরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কীভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেন বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় কানাডিয়ান প্রতিনিধি দলের নেতারা আশ্বস্ত করেন, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কানাডা পার্লামেন্ট তাদের পক্ষ থেকে যথাযথ ভূমিকা পালন করে যাবে। তা ছাড়া বিএনপি নেতারা কানাডিয়ান সরকারকে ব্যাবসা, শিক্ষা সহ সর্বক্ষেত্রে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কানাডা পার্লামেন্ট প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সালমা জাহিদ, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ হকার্স, সিনেটর সালমা আতাউল্লাহ জান, সামির যোবায়ের এমপি। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন - যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও ফরেন কমিটির সদস্য শামা ওবায়েদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাবিথ আউয়াল।
Comments