বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সৌজন্য সাক্ষাৎ
সোমবার (১১ নভেম্বর) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ (BFM)। বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এই আলোচনায় প্রবাসীদের কল্যাণ, যোগাযোগ এবং নীতি সহায়তার নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা. এইচ এম সোহেল, সেক্রেটারি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, বাইতুল মাল সম্পাদক ডা. ইসমাইল হারুন, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুস সবুর, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া এবং প্রসার ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম এবং হাইকমিশনের কল্যাণ সহকারী এবাদ উল্লাহ।
সভায় ফোরামের পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বাংলাদেশ বিমানের ঢাকা–মালে রুটে নিয়মিত ফ্লাইট চালুর উদ্যোগ, রুফিয়া লেনদেনের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানো সহজ করতে বাংলাদেশের ব্যাংকের শাখা খোলার প্রস্তাব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন, ধাওয়া সেন্টারের আদলে প্রবাসী বাংলাদেশীদের জন্য মালদ্বীপে মসজিদ নির্মাণ, বৈধ কর্মীদের হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ।
বাংলাদেশ ফোরাম মালদ্বীপ মনে করে, এই সাক্ষাৎ প্রবাসী বাংলাদেশীদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে নতুন দিগন্ত উন্মোচন করবে।
Comments