শতকরা ৯৯ ভাগ মানুষ ভোট চায় গণভোট চায় না, পিআর চায় না: বঙ্গবীর কাদের সিদ্দিকী
গণভোট ও পিআর পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন— জামায়াতে ইসলাম সব সময় উল্টো পথে চলে। তারা যখন পাকিস্তান আন্দোলন হয়েছে তখন ব্রিটিশদের পক্ষে ছিল, যখন বাংলাদেশে স্বাধীনতার আন্দোলন হয়েছে তখন তারা পাকিস্তানের পক্ষ ছিল।
সোমবার (১০ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইউনিয়নের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন— এখন দেশের শতকরা ৯৯ শতাংশ মানুষ ভোট চায়, গণভোট চায় না, পিআর চায় না। পিআর কাকে বলে, যারা বলছে তারাই জানে না পি়আর কি?। পিআর কোনো ভোট না। পিআর হচ্ছে ভোটের সখ্যানুপাতে প্রতিনিধিত্ব নির্বাচন। সেটা ভোট হলে তো হবে। আমাদের দেশে যদি প্রতিনিধিত্ব পদ্ধতি থাকে তাহলে তখন হবে।
তিনি আরও বলেন— এখানেও ওই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে জামায়াত গিয়ে যে ভুল করেছিল এখানেও মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, ভোটের বিরুদ্ধে গিয়ে জামায়াত ভুল করছে, অন্যায় করছে এবং তার ফলও তারা পাবেন।
এ সময় বহেড়াতৈল কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু প্রমুখ।
Comments