জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে এক সমাবেশে তিনি বলেন, 'এ দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই; জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে।'
জামায়াত আমির আরও বলেন, 'গণভোটের ব্যাপারে সব দল একমত। তাহলে তারিখ নিয়ে গড়িমসি কেন? একমত হয়ে যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। এর মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে এবং তার ওপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।'
তিনি বলেন, 'আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন এ বিষয়ে ধোঁয়াশা বা ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা না করেন।'
ডা. শফিকুর রহমান বলেন, 'লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করেই জনগণের দাবি আদায় করব। আমরা জনগণের মুক্তি আদায় করে ঘরে ফিরব। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায়ই বলব। কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অটল থাকব। কারণ এই দাবি জনগণের দাবি; কোনো দলের নয়, এটি বিপ্লবের দাবি।'
তিনি আরও বলেন, 'যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে।'
নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, 'আমাদের পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে, সেটি বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে।'
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্রই গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।'
Comments