জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেফতার করুন: বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন— আমি জয় বাংলা বলি। সরকার বাহাদুররা বলে গেলাম—জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেফতার করুন। আমি যেখানে যাইয়া দাঁড়াব বলব, সেখানেই বলব আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি। জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই।
সোমবার (১০ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইউনিয়নের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর আরও বলেন— আমি আওয়ামী লীগ করি না। আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না। আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি। আমি বাংলাদেশের স্বাধীনতা চাই।
এ সময় বহেড়াতৈল কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু,কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক ইতহার সিদ্দিকী প্রমুখ।
Comments