বরগুনায় পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী গ্রামের বাসিন্দা মোসা: আসমা বেগম। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসমা বেগম। তিনি অভিযোগ করে বলেন, "দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে আমাদের পৈতৃক ভিটেমাটি ও বসতবাড়ি নিয়ে পারিবারিকভাবে গুরুতর জটিলতা ও হয়রানির শিকার হচ্ছি।
আমার স্বামীর বড় ভাই মো. মজিবর হাওলাদার, চাচাতো ভাসুর ফারুক হাওলাদার ও তাদের আত্মীয়রা রাজনৈতিক প্রভাব ও সামাজিক অবস্থান ব্যবহার করে আমাদের ওপর দীর্ঘদিন ধরে নানাভাবে চাপ, ভয়ভীতি, হামলা ও অপমানজনক আচরণ করে আসছেন।"
তিনি আরও বলেন, "একাধিকবার সালিশ-মীমাংসা হলেও তারা তা মানতে অস্বীকৃতি জানিয়ে আমাদের দখলে থাকা জমিতে গাছ কেটে নেওয়া, মাটি খুঁড়ে নেওয়া, ঘর নির্মাণে বাধা এবং বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছেন। আমার স্বামী মো. ইউসুফ হাওলাদার একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সন্তানরাও নিরাপত্তাহীনতার ভয়ে বাড়িতে যেতে সাহস পাচ্ছে না।"
আসমা বেগম অভিযোগ করেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও থানায় বারবার অভিযোগ করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। বরং টাকার প্রভাবে তদন্ত প্রভাবিত হওয়ার কথাও শোনা গেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, পারিবারিক ঐক্য বিনষ্ট করে সম্পত্তি এককভাবে ভোগের উদ্দেশ্যে নিয়মিত হুমকি, অপপ্রচার এবং ভয়ভীতি দেখানোর কারণে পরিবারটি গ্রাম থেকে দূরে বসবাস করতে বাধ্য হয়েছে। এতে তারা আর্থিক, মানসিক ও সামাজিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আসমা বেগম বলেন, "আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। শুধু আইনের প্রতি আস্থা রেখেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের বৈধ পৈতৃক সম্পত্তি ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসমা বেগমের পুত্র সাব্বির হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীলসহ বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের সাংবাদিকবৃন্দ।
Comments