মিটফোর্ডে র্যাবের অভিযান: ৯০ হাজার টাকা জরিমানা, বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ
রাজধানীর মিটফোর্ড এলাকায় র্যাব সদর দপ্তরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১০ নভেম্বর ২০২৫) দুপুরে র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসান এর নেতৃত্বে এবং র্যাব-১০ ও ডিএমপি কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী বিশ্বজিৎকে ৫০ হাজার টাকা, আবুল কাশেমকে ৩০ হাজার টাকা এবং কিশোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ওষুধ বিক্রি করে আসছিলেন, যা সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযান শেষে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিতে র্যাব সবসময় মাঠে থাকবে। নকল ও ভেজাল ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। জনগণ চাইলে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন।
র্যাব কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে। ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রম দমনে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসারে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
Comments