শিবালয়ে পাম্পে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে অগ্নিকাণ্ড
মানিকগঞ্জের শিবালয়ে একটি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা—তা খতিয়ে দেখছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কের সংযোগ মোড় এলাকার সারমোনা ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটি মানিকগঞ্জ মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পাম্পে দাঁড়িয়ে থাকা "ঢাকা মেট্রো-ব ১৩-০৬৬৮" নম্বরের বাসটির পেছন দিক থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে, তারা এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে আরও কয়েকটি মাটিবাহী ড্রাম ট্রাক থাকা সত্ত্বেও সেগুলোর কোনো ক্ষতি হয়নি। ফলে অনেকের ধারণা, এটি নাশকতার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে।
পাম্পের কর্মচারী হাবিবুর রহমান বলেন, "আমি তখন সিএনজিতে গ্যাস দিচ্ছিলাম। হঠাৎ দেখি বাসের পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছে। আমরা পানি ঢেলে নেভানোর চেষ্টা করলেও পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।"
বাসের চালক মন্টু মিয়া জানান, "প্রতিদিনের মতো দুপুরে বাসটি পাম্পে রেখে বাসায় চলে যাই। গতকাল রাতে বাসের পেছনের কাচ ভেঙে এলইডি টিভি ও সাউন্ড বক্স চুরি হয়েছিল। বিষয়টি মালিককে জানিয়েছিলাম। আজ রাতে বাসটাই পুড়ে গেলো—কী বলবো বুঝতে পারছি না।"
বাসটির মালিক সিয়াম আহামেদ বলেন, "বাসটি ডিজেলচালিত এবং প্রতিদিন স্কুলের শিক্ষার্থীদের বহনে ব্যবহৃত হয়। আগুনের ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এটি মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাস, যা প্রয়াত বিএনপি নেতা হারুন অর রশিদ খান মুন্নুর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তাঁর মেয়ে আফরোজা খান রিতা বর্তমানে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। আশেপাশের কোনো গাড়ি না পুড়ে শুধু আমার গাড়ি পুড়েছে—তাই বিষয়টি নাশকতা বলেই মনে হচ্ছে।"
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।"
Comments