সিআইএ-মোসাদ সংশ্লিষ্ট গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে ফেলার দাবি হিজবুল্লাহর
ইয়েমেনের হিজবুল্লাহ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিআইএ, ইসরায়েলি মোসাদ ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার যৌথ অপারেশন রুমের সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানী সানা-ভিত্তিক আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুসারে, মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'জয়েন্ট অপারেশন রুমটি সৌদি ভূখণ্ডে অবস্থিত ছিল। ব্যাপক ট্র্যাকিং-এর ফলে বড় নিরাপত্তা সাফল্য এসেছে। এটি শত্রুদের চক্রান্ত এবং বিশ্বাসঘাতক উপাদানগুলোর পদ্ধতি উন্মোচিত করেছে।'
এতে আরও বলা হয়, 'শত্রুপক্ষের যৌথ গোয়েন্দা কক্ষটি উন্নত গুপ্তচরবৃত্তির সরঞ্জাম সরবরাহ করত। শাখা-প্রশাখাগুলো ইয়েমেনি অবকাঠামো পর্যবেক্ষণ করতো এবং সামরিক, নিরাপত্তা ও অস্ত্রের স্থান অনুসন্ধান করতো।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'নেটওয়ার্কটি এমন অভিযানে অংশগ্রহণ করেছিল, যেখানে ইয়েমেনি বেসামরিক নাগরিকদের রক্তপাত করা হয়। যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা বাড়িঘর, বাজার এবং জনসাধারণের স্থানে হামলা চালিয়েছিল।'
বিবৃতিতে বলা হয়, গাজার প্রতি সমর্থন বন্ধ করার জন্য উত্তেজনা বৃদ্ধির মধ্যে যৌথ গোয়েন্দা রুম গঠন এবং অনেক সেল নিয়োগের ঘটনা ঘটেছে। শত্রুর পদক্ষেপ যাই হোক না কেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে।
Comments