জনগণের গণজোয়ার ঠেকাতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের গণজোয়ার এখন এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না। তিনি দৃঢ় কণ্ঠে জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং ভোট ঠেকানোর সব প্রচেষ্টাই ব্যর্থ হবে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরাতে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনের আগে কিছু মহল ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা জানে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাই বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। কিন্তু সচেতন জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে ভোটের মাধ্যমেই।
তিনি আরও বলেন, বিএনপির গণজোয়ার এখন শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এ কারণেই বিরোধী পক্ষের আতঙ্ক বেড়ে গেছে। তার মতে, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ টিকে থাকতে পারবে না। যত বাধাই আসুক, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং জনগণই তাদের প্রতিনিধি বেছে নেবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই সেই ঐক্যের প্রতিফলন হতে পারে।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ১৬ বছরের আন্দোলন, সংগ্রাম, রক্ত ও ত্যাগের ইতিহাসের লক্ষ্য একটাই-জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। সেই লক্ষ্যেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই বিজয় নিশ্চিত।
Comments