শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু
মেহেরপুরে শাপলা ফুল তুলতে গিয়ে মেহেরপুরে পানিতে ডুবে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া (১০), ইসা আলীর মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া (১০)।
এদের মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে চার শিশু বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা জানান, চার শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments