টাঙ্গাইলের মধুপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী
টাঙ্গাইলের মধুপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী। গত বুধবার (৮ নভেম্বর) রাতে মধুপুর পৌর শহরের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী কর্মী আলোচনা সভায় তারা যোগদান করেন। এ সময়ে যোগদানকৃতদের বরণ করে নেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী।
এ সময় জেলা যুব ও ক্রীড়া সেক্রেটারি মাওলানা বোরহানুল ইসলাম, উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক আঃ কাদিন, সেক্রেটারি মাওলানা মো. রিজোয়ানুল্লাহ খান রিদোয়ান, পৌর আমীর মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাকর্মীরা জামায়াতে যোগদান করা প্রসঙ্গে জানতে চাইলে মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব বলেন— যারা জামায়াতে যোগ দিয়েছেন তারা মধুপুর ১নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটির কেউ না এবং বিএনপির সমর্থকও না। যোগদানকৃতরা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করতো। জামায়াত তাদের পৃষ্ঠপোষকতা করতেছে।
Comments