ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে মনোনয়ন পুন:বিবেচনার দাবীতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রাথীর মনোনয়ন পুন:বিবেচনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আবু সাঈদ।
এতে বক্তব্য রাখেন নবীনগরের সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবে সহ-সভাপতি মো. মাঈনুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সফিক মোল্লা ও ছাত্রদল নেতা ইকবাল হোসেন রাজু প্রমুখ। উপজেলা আলিয়াবাদ থেকে বাঙ্গুরা বাজার পযন্ত ৯ কিলিমিটার সড়ক জুড়ে এ মানববন্ধনের কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের বিএনপি মনোনয়ন প্রাপ্ত আব্দুল মান্নান একজন বিতর্কিত ব্যক্তি। বিগত ৮ম -৯ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা প্রশ্নবোধক ছিল। তারা দলীয় বৃহত্তর স্বার্থে কাজী নাজমুল হোসেন তাপস কে এ আসনে মনোনয়ন দেওয়ার দাবী জানান।
Comments