কেরাণীগঞ্জে র্যাবের অভিযানে পরিত্যক্ত ২টি পিস্তল উদ্ধার
ঢাকার কেরাণীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। শনিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষ্যে সকালে বাগবাড়ী রাজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. আবুল কালাম আজাদ (৪২) নামে এক ব্যক্তির তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় সংস্থাটি। তাদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযানিক দল বর্তমানে তৎপর রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর একজন কর্মকর্তা বলেন, আমরা নিয়মিতভাবে কেরাণীগঞ্জসহ আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছি যাতে সন্ত্রাসী কার্যক্রম দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা যায়।
Comments