গাইবান্ধায় শিক্ষার্থীদের জমানো টাকায় এক দিনের বাজার
গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা বন্ধন রেসিডেনশিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী ওরা। অন্যান্য শিক্ষার্থীর মতো ওরাও বাড়ি থেকে টিফিনের টাকা নিয়ে ক্লাসে আসে। কিন্তু সেই টাকায় টিফিন না কিনে প্রতিদিনই তা জমিয়ে রাখে। শুধু তা–ই নয়, স্কুলে যাতায়াতের জন্য পাওয়া টাকাও জমানোর চেষ্টা করে ওরা। কেউ কেউ রিকশায় না উঠে যত দূর পারে হেঁটেই যাতায়াত করে। আর এভাবে জমানো টাকায় দুস্থদের মাঝে বাজার মূল্যের থেকে অর্ধেক টাকায় এক দিনের বাজার দিয়ে সহায়তা করেছে ওরা।
টিফিনের টাকা বাঁচিয়ে অসহায় ও দরিদ্র মানুষের হাতে বাজার ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে ব্যতিক্রমী উদ্যোগে জেলা জুড়ে প্রশংসায় ভাসছে শিক্ষার্থীরা।
শনিবার (৮ নভেম্বর) সারাদিন স্কুল প্রাঙ্গণে অসহায়-দরিদ্রদের মাঝে চাল, ডাল, মাছ, মুরগির মাংস, পেঁয়াজ, রসুন, চিনিসহ ১৫টি পণ্য অর্ধেক দামে দেন তারা।
শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন বিদ্যালয়ের টিফিনের জন্য নির্ধারিত টাকা থেকে সামান্য অংশ বাঁচিয়ে একটি তহবিল গড়ে তুলেছিলেন। মাস শেষে সেই টাকায় তারা খাবার, কাঁচা বাজার ও প্রয়োজনীয় সামগ্রী কিনেন। এরপর পণ্যগুলো এলাকার দরিদ্র পরিবার, পথশিশু ও অসহায় মানুষদের মাঝে অর্ধেক মূল্যে বিক্রি করা হয়।
শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক ও অভিভাবকরাও প্রশংসা করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান সুমন বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে উঠছে, এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়।
Comments