উল্লাপাড়ায় চাঁদাবাজদের ঠাঁই হবে না: এম. আকবর আলী
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উল্লাপাড়া -সলঙ্গা আসনের এমপি মনোনয়নপ্রাপ্ত এম আকবর আলী।
শুক্রবার বিকেলে উল্লাপাড়া পৌর উমুক্ত মঞ্চে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উল্লাপাড়ায় চাঁদাবাজদের কোনো স্থান হবে না। যারা দলে বিভেদ সৃষ্টি করে জনগণের স্বার্থের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন,সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকতে হবে। দলের শক্তি হচ্ছে জনগণ তাই মানুষের আস্থা অর্জন করাই আমাদের প্রথম দায়িত্ব।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, যুগ্ন আহব্বায়ক আজিজুর রহমান মানু, কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি,পৌর বিএনপির সাবেক সদস্য, আশরাফুল ইসলাম মিন্টু, ঢাকা মহানগর কৃষক দলের সাবেক সভাপতি, আব্দুল মতিন সরকার, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের সাবেক জিএস,রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক আবু শাহিন রেজা,যুগ্ন আহব্বায়ক আজমল হোসেন, যুগ্ন আহ্বায়ক খাজা ময়েন উদ্দিন, ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জিয়াউর রহৃাম জিয়া,উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক এরশাদ বিন মজিদ, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হাসান, সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিন থেকেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতিপ্রাপ্ত হয়। তারা এই দিবসের চেতনায় ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
Comments