মব সৃষ্টি করে হয়রানি নিয়ন্ত্রণে রয়েছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। সমাজে কিছু লোক মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে। এসব ঘটনা আগেও ছিল। এখন নাই বললেই চলে, সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেই থামাতে পারবে না। যে যত কিছুই বলুক না কেন, কোন কাজ হবে না। দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। দলীয় প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণায় মাঠে কাজ করছেন। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়ানো জন্য কিছু লোক অপপ্রচার চালাচ্ছে। তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে। তাদের কথায় কোন কাজ হবে না।
তিনি আরও বলেন, আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি। সাংবাদিকতার ক্ষেত্রে শিক্ষা কোন বিষয় নয়। হোক সে মেট্রিক, ইন্টরমিডিয়েট বা এমএ পাস। এতে কোন কিছু যায় আসে না। তাকে সাংবাদিকতার নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে। সাংবাদিকরা মালিকদের কাছ থেকে তেমন কোন সুযোগ সুবিধা পায় না বিষয়টি আমি ভালো করেই জানি। বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন মালিকরা জেলা ও উপজেলায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়মিত ভেতন- ভাতা প্রদান করছেন না। সাংবাদিকতার একটি কার্ড ধরিয়ে দিয়ে অনেকটা বিনা পারিশ্রমিকেই তাদের দিয়ে মাঠে কাজ করিয়ে নিচ্ছেন। একটি কার্ড ধরিয়ে দিয়ে তাদের মাঠে ছেড়ে দিয়েছেন। অথচ তারাই বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার নিয়ে বড় বড় কথা বলেন। সাংবাদিকদের নিজেদের অধিকার আদায়ের জন্য সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।
সীমান্ত পথে চোরাচালান নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে আছে। চোরাচালান আগের চেয়ে অনেক কমেছে।
Comments