কেরানীগঞ্জে রিভলবারসহ শেখ রাসেল পরিষদের নেতা গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় তৈরি একটি রিভলবারসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা শাখার সহসম্পাদক মো. রাব্বী সরদার (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে কোন্ডা ইউনিয়নের উত্তর পানগাঁও এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে উত্তর পানগাঁও এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে যাত্রীরা পালানোর চেষ্টা করে। এ সময় এক ব্যক্তি পালিয়ে গেলেও রাব্বী সরদারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁর কোমর থেকে একটি দেশীয় তৈরি লোহার রিভলবার উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা (নম্বর-১৫, তারিখ-৭ নভেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে।
এএসপি জাহাঙ্গীর আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী সরদার স্বীকার করেছেন যে তিনি সম্প্রতি ঢাকার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তিনি বিভিন্ন স্থানে পোস্টার লাগানোসহ দলের নানা কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। তাঁর মোবাইল ফোন থেকে দেশের বাইরে থাকা কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত রাব্বী সরদারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Comments