‘মুসলিমপ্রধান একাধিক দেশে ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা’
বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশে গত দুই দশকে কমপক্ষে ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা। এমন চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইয়েমেনের সশস্ত্র আনসারুল্লাহ বাহিনীসহ হুতি আন্দোলনের নেতা আবদুল-মালিক বদরুদ্দিন আল-হুতি।
এ বিষয়ে তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) ইয়েমেনে শহিদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দেন। এই শহিদ স্মরণ অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। আবদুল-মালিক হুতি বলেন, এই হত্যাযজ্ঞ মূলত মুসলিম জনগোষ্ঠীর দুর্বল অবস্থার সুযোগ নিয়ে চালানো হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যায়, সেই জাতি গর্বিত থাকে এবং বিপদ প্রতিহত করতে সক্ষম। শাহাদাত হলো ধ্বংস ও অপমান থেকে রক্ষা পাওয়ার শক্তিশালী প্রাচীর।
তিনি আরও বলেন, ইসলামী উম্মাহর ইতিহাসে প্রাচীন যুগ থেকে শুরু করে উপনিবেশিক আমল এবং বর্তমান পর্যন্ত বহু বড় বিপর্যয় ঘটেছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা স্বীকার করেছে যে, গত দুই দশকে তারা প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই মুসলিম জনগণ। এসব হত্যাকাণ্ড তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে।
Comments