গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন
নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানায় আলোচনা সভা, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোর ঘর শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে জনউদ্দ্যোগ ও অবলম্বন এই আয়োজন করে।
বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন। সংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক রজতকান্তি বর্মন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী শিরিন আকতার, নারী নেত্রী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু, ধ্রুবতারার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপন করেন অবলম্বনের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান মুকুল ও ইউএন- উইমেন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্ত্তী।
বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।
Comments